Image description
শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই কি সমস্যার সমাধান হবে?
নিষিদ্ধের চেয়ে জরুরি হচ্ছে বিচার। সকল গণহত্যা, বিচারিক এবং বিচারবহির্ভূত হত্যার বিচার হতে হবে। সেই প্রক্রিয়া সঠিকপথে আগাচ্ছে কি?
আজকে দৈনিক আমার দেশের লিড নিউজ দেখুন। পরিসংখ্যান অনুযায়ী বিএনপির ৪৭৭১ জন এবং জামায়াতের ১৩০৩ জন নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ। বিএনপি ও আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে যথাক্রমে ১ লাখ ৪২ হাজার এবং ৩২ হাজারটি। প্রথম ছবিতে একটি স্ন্যাপশট আছে।
 
ফ্যাসিবাদের নাট বল্টু ল্যাসপেন্সারদের বহাল তবিয়তে রেখে শতবার আওয়ামী লীগ নিষিদ্ধ করেও কোনো ফল পাওয়া যাবে না। সকল প্রকার জুলুম নির্যাতন ও গণহত্যায় এসব নাটবল্টুদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে, উস্কানি রয়েছে।
নাম ছবিসহ ১২টি তালিকা প্রকাশ করেছি এই পর্যন্ত। মিলিয়ে দেখেন এদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খুবই হতাশাজনক চিত্র।
 
May be an image of 15 people, dais and text that says 'ফ্যাসিবাদের wwwwwwwwwwwwww দোসর mimmn wm যারা: পর্ব 8, wwwwwwwwwwwwwwww ফ্যাসিস্টদের @wwww বদ্ধিজীবি mi mam মহল wmmwim MammN আনু মোহাম্মদ আব্দুল্লাহ আবু সায়ীদ হারুন অর রশিদ আআমস আরেফিন সিদ্দিক দেবন্রিয় দেবপ্রিয়ভট্টাচার্য ভট্টাচার্য আতিয়ার রহমান আবুল বারাকাত জাফর ইকবাল মুনতাসির মামুন हाइল সাদেকা সাদেকাহলিম হালিম সেলিনা হেসেন বেবি মওদুদ TRANGHARENCY ANTERIUATIONAL BANGLADESH bidrownatmparanglor আে আনোয়ার হোসেন এমএম আকাশ ইফতেখারুজজামান'
May be an image of 10 people and text that says 'c কাল কালবেলা বলা সত্তোম্শ্র্য়া শুয়া মতিডয়রমান রইমান মতিড়রু মাহফুজআনাম মাহফুজ আনাম আাকসবম্া..িিয়ালে হম্মন সাকুরর তাসমিয়া তামাময়হেমের হোসেন নইরমনিজায় নইম โจษขม ইমদুদল হूকু ফক্ুমিলন মিলন আাবেদ আবেদয়ান খান য়োছায়মলরর বার শ্যামনদত সাময়া সামিয়ারররয়ান বরমান নরশীতাচধেরী নরণীতা চখুরী শাইখ সিরাজ সোমা ইসলাম লাম।।।।্নরা অন্জনরায় ফরিদররেজাসাগর সাগর ফরিদুর রেজাসাগর রেজা'