
শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ করলেই কি সমস্যার সমাধান হবে?
নিষিদ্ধের চেয়ে জরুরি হচ্ছে বিচার। সকল গণহত্যা, বিচারিক এবং বিচারবহির্ভূত হত্যার বিচার হতে হবে। সেই প্রক্রিয়া সঠিকপথে আগাচ্ছে কি?
আজকে দৈনিক আমার দেশের লিড নিউজ দেখুন। পরিসংখ্যান অনুযায়ী বিএনপির ৪৭৭১ জন এবং জামায়াতের ১৩০৩ জন নেতাকর্মীকে হত্যা করেছে আওয়ামী লীগ। বিএনপি ও আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েছে যথাক্রমে ১ লাখ ৪২ হাজার এবং ৩২ হাজারটি। প্রথম ছবিতে একটি স্ন্যাপশট আছে।
ফ্যাসিবাদের নাট বল্টু ল্যাসপেন্সারদের বহাল তবিয়তে রেখে শতবার আওয়ামী লীগ নিষিদ্ধ করেও কোনো ফল পাওয়া যাবে না। সকল প্রকার জুলুম নির্যাতন ও গণহত্যায় এসব নাটবল্টুদের প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে, উস্কানি রয়েছে।
নাম ছবিসহ ১২টি তালিকা প্রকাশ করেছি এই পর্যন্ত। মিলিয়ে দেখেন এদের কয়জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। খুবই হতাশাজনক চিত্র।

