Image description

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে এক অজ্ঞাত নারীর (আনুমানিক ৩০ বছর) মরদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে পুলিশ। বস্তাবন্দি মরদেহের মাথা ও শরীরের অন্যান্য অংশ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, ধর্ষণের পর হত্যা করা হয়েছে অজ্ঞাত এই নারীকে। 

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে পড়ে থাকা একটি বস্তা থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ইনডিপেনডেন্ট টেলিভিশনকে বলেন, ‘উদ্ধার করা মরদেহ খণ্ডিত অবস্থায় ছিল, যা নৃশংস হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাঁকে।’

প্রত্যক্ষদর্শী গার্মেন্টস পল্লি এলাকার ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, ‘রাতে মার্কেটের মাকসুদা গার্ডেন সিটি মার্কেটের সামনে দিয়ে যাওয়ার সময় বস্তাটি পড়ে থাকতে দেখি। এসময় বস্তার ভেতর থেকে পচা দুর্গন্ধ পেয়ে তা খুলে দেখা হয়। পরে ভেতরে একটি মানুষের শরীরের কাটা অংশ দেখে সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।’

নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ‘শুধু দেহের অংশটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া গেছে। ধারণা করছি, মাথাসহ শরীরের অন্যান্য অংশ অন্য কোথাও ফেলা হয়েছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কারা এই বস্তাটি এখানে ফেলে গেছে তা শনাক্তের চেষ্টা চলছে।’

মাজহারুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহের খণ্ডাংশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মেডিকেলের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।