Image description

ভারতীয় যুদ্ধবিমান থেকে ধাতব বস্তু পড়ে একটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ঘটনার পর ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে। বলেছে, ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

এলাকায় আতংক ছড়ালেও এ ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ এনডিটিভির সংবাদদাতাকে বিষয়টি নিশ্চিত করেছে।

এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে বিমানবাহিনী বলেছে, ‘আজ (শুক্রবার) শিবপুরীর কাছে একটি আইএএফ বিমান থেকে অবিস্ফোরক বস্তু অসাবধানতাবশত পড়ে যায়। ফলে ভূমিতে সম্পত্তির ক্ষতি হয়। এ জন্য দুঃখ প্রকাশ করছি এবং ঘটনার তদন্ত শুরু চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন বেলা ১১টা নাগাদ শিক্ষক মনোজ সাগরের বাড়ির ছাদে ভারী বস্তুটি পড়ে। এতে পিছোর শহরে অবস্থিত বাড়িটির দুটি কক্ষ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ধ্বংসাবশেষের কাছাকাছি পার্ক করা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও জানা গেছে, সাগর তার সন্তানদের সঙ্গে ঘরের ভেতরে খাবার খাচ্ছিলেন। স্ত্রী রান্নাঘরে ছিলেন। তখনই বিকট বিস্ফোরণে ছাদ ভেঙে পড়ে। উঠোনে প্রায় ৮ থেকে ১০ ফুট গভীর গর্ত তৈরি হয়। বিস্ফোরণের ফলে সৃষ্ট কম্পন পার্শ্ববর্তী বাড়িগুলোতেও অনুভূত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

শিবপুরীর পুলিশ সুপার আমান সিং রাঠোর বলেন, মনোজ সাগরের বাড়ির ওপর আকাশ থেকে একটি ভারী ধাতব বস্তু পড়েছে। ফলে দুটি বাইরের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িতে চারজন সদস্য ছিলেন। সকলেই নিরাপদে আছেন। পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের একটি দল ঘটনাস্থলে রয়েছে।