Image description

Mahbubul Haque Hasan  ( মাহবুবুল হক হাসান )

যেকোনো দেশের জন্যই সুশৃংখল সামরিক বাহিনী অর্থনৈতিক সমৃদ্ধির জন্য প্রয়োজন। শক্তিশালী সামরিক বাহিনীর অর্থই হলো দেশ উন্নত। পৃথিবীর ইতিহাসে ছিল শক্তিশালী অটোম্যান সামরিক বাহিনী।
 
সামরিক সদস্যদের শৃঙ্খলা বিধানের জন্য সামরিক আইন রয়েছে। আমাদের দেশেও তিনটি বাহিনী পরিচালনার জন্য আলাদাভাবে সামরিক আইন রয়েছে। Army Act 1952, Air Force Act 1953, and Navy Ordinance 1961.
 
সামরিক আইন যথাযথ প্রয়োগের মাধ্যমে সৈনিকদের শৃঙ্খলা বিধান নিশ্চিত করা হয়। প্রশ্ন হচ্ছে এই আইনগুলো বর্তমান সময়োপযোগী কিনা ? এছাড়াও শাস্তি প্রদান ন্যায় বিচারকে সমুন্নত করে কিনা?
 
আমাদের সামরিক আইনগুলো তৈরীর সময়কাল দেখলেই বোঝা যায়, ইহা ব্রিটিশদের প্রণীত আইন, যা পাকিস্তান আমলে সরকারিভাবে নথিভুক্ত করা হয়েছে। এই আইনগুলো পড়লে দেখা যাবে, অনেক জায়গায় সামান্য অপরাধের জন্য গুরুদণ্ডের বিধান রয়েছে। যেমন: Navy Ordinance 1961 এর সেকশন ৭৫ এর আওতায় অনেকগুলো অপরাধকে অঙ্গীভূত করে ব্যাখ্যা করা যায়। এই সেকশনের অধীনে কাউকে লিখিতভাবে তিরস্কার থেকে শুরু করে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া যায়। প্রশ্ন হচ্ছে একটি সেকশনের অধীনে এত বিশাল শাস্তির রেঞ্জ কেন ? এতে কি একজন অপরাধীর জন্য ন্যায় বিচার নিশ্চিত করা যায়? এছাড়াও কোন অপরাধের জন্য পাঁচ বছর সাজা অথবা কোন অপরাধের জন্য তিরস্কার দেয়া হবে, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা এই ধারায় নেই। এমনভাবে সামরিক আইনের আওতায় হাজারো রকমের মারপ্যাচ রয়েছে, যা একজন সৈনিকের জন্য ন্যায়বিচারকে ভূলুণ্ঠিত করতে পারে।
 
সামরিক আইনে চার রকমের কোর্ট মার্শাল পদ্ধতি রয়েছে। কোর্ট মার্শাল সাধারণত সামরিক অফিসাররাই পরিচালনা করে থাকেন। সামরিক আইনে কোন আপিল এর সুযোগ রাখা হয়নি। যদি কোন কারণে কোন বিচার প্রার্থী (Accused) মনে করে যে, তিনি ন্যায় বিচার প্রাপ্ত হননি তাহলে দ্বিতীয় কোন জায়গা নেই যেখানে তিনি আপিল পারেন?
 
আমাদের দেশ ব্রিটিশ দ্বারা শাসিত ও শোষিত হওয়ার পরেও ব্রিটিশদের প্রণীত কঠোর সামরিক আইন আধুনিক বাংলাদেশ গঠনে কতটা কার্যকরি?
 
সামরিক আইনের একটি ধারার অধীনে শাস্তির পরিধি অনেক বড় হওয়ার কারণে একজন বিচারপ্রার্থী (Accused ) ন্যায় বিচার হতে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা থেকেই যায়। তাই ন্যায় বিচার ও মানবাধিকারকে সমুন্নত করার জন্য সামরিক আইনের বিচারিক ক্ষমতা অপরাধ অনুযায়ী আরো সুনির্দিষ্ট (very specific) হ‌ওয়া উচিত ।
 
ব্রিটিশ প্রণীত সামরিক আইনকে সময়োপযোগী (বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং গণমানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী) করার জন্য সামরিক ও বেসামরিক আইন বিশেষজ্ঞদের নিয়ে সরকারি উদ্যোগে সংস্কার (Review) করা উচিত।
 
-লেফটেন্যান্ট মাহবুবুল হক হাসান (অবসরপ্রাপ্ত)
যুক্তরাষ্ট্র