
কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর যুক্তরাষ্ট্রে সরকারি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই শোক প্রকাশ করার মতো কোনও শব্দ নেই।
যুক্তরাষ্ট্র এবং পেরুতে ১১ দিনের সফরে গিয়েছিলেন তিনি।
সেখানে তার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংক এবং জি২০-ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করার কথা ছিল।
কিন্তু তার ওই সফর সংক্ষিপ্ত করে তিনি শিগগিরই দেশে ফিরবেন বলে জানা গেছে।
এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে বুধবার সকালে ভারতে ফিরে এসেছেন।
হিন্দুস্তান টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামে হামলায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনো বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি।
এ ঘটনায় দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি সংগঠন, যা নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি উপধারা হিসেবে পরিচিত। এই সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা এ হামলার দায় নিচ্ছে।
নিরাপত্তা বাহিনী পুরো এলাকায় ব্যাপক অভিযান শুরু করেছে। হামলাকারীদের ধরতে পাহাড়ি অঞ্চলজুড়ে তল্লাশি চলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
হামলার পর একাধিক জাতীয় নেতা ও প্রশাসনিক কর্মকর্তা এই নৃশংস ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।