
“মানুষ প্রধানত ক্ষমতা লোভী” সম্প্রতি এক টকশোতে এমন মন্তব্য করেছেন ফরিদুল হক।
তিনি বলেন, “বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। কিন্তু প্রকৃত অর্থে কোনও রেজিম চেঞ্জ হয়নি। সাধারণত তিনটি পদ্ধতিতে শাসনব্যবস্থা পরিবর্তন হয়। প্রথমত, ভোটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে; দ্বিতীয়ত, যখন সেই শান্তিপূর্ণ পথ আর থাকে না, তখন হয় সামরিক অভ্যুত্থান বা গণঅভ্যুত্থান।”
ক্ষমতা ও গণতন্ত্র নিয়ে তিনি আরও বলেন, “আমার মনে হয়, মানুষ মূলত ক্ষমতার প্রতি লোভী। যখন কেউ ক্ষমতায় আসে, তখন তার লোভ আরও বেড়ে যায়। অনেকে বলে, সবাই ভালো। কিন্তু গণতন্ত্র তো নির্বাচনের বিষয়।
তিনি প্রশ্ন তোলেন, “নির্বাচনের মাধ্যমে ট্রাম্প, মোদীর মতো ব্যক্তিরাও ক্ষমতায় আসে। তাকে যদি শান্তিপূর্ণভাবে সরিয়ে দেওয়ার পথ না থাকে। তাহলে তো সুশাসনেরও অবকাশ থাকে না। তখন জনগণের মধ্যে ক্ষোভ জমে, গণঅভ্যুত্থান অনিবার্য হয়ে ওঠে। ”