Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষর জাল করে দলের প্যাডে একটি বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওই প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানিয়েছে বিএনপি মিডিয়া সেল।

আজ সোমবার নিজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে রুহুল কবীর রিজভী বলেছেন, ‘সব পর্যায়ের নেতাকর্মীদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে গত ২০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে ১৭ এপ্রিল স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি নিয়ে এক বিবৃতি দিয়েছিলেন বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।