Image description

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা একটি বিপর্যস্ত অর্থনীতি উত্তরাধিকারসূত্রে পেয়েছি, যা পূর্ববর্তী স্বৈরশাসক সরকার রেখে গিয়েছিল। সেই পরিস্থিতি থেকে আমরা সংস্কার প্রক্রিয়া শুরু করি।”

তিনি আরও বলেন, “আমরা আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করেছি এবং অনেক দিক থেকেই সফলতা অর্জন করেছি। ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতি ৯.৩ শতাংশে নেমে এসেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।”

ড. ইউনূস জানান, “প্রবাসী আয়ের রেকর্ড পরিমাণ প্রবাহ লক্ষ্য করা যাচ্ছে। বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে এবং আমরা ধাপে ধাপে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির দিকে অগ্রসর হচ্ছি।”