
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের ব্যানারে আইইবি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়া, শেখবাড়ির আস্থাভাজন প্রকৌশলী মো. রেজাউল ইসলাম খুলনা ওয়াসার ‘খুলনা পানি সরবরাহ প্রকল্প ফেজ ২’-এর অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন। অথচ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান।
জানা যায়, ৬ মাস আগে যিনি তদন্ত কমিটি গঠন করেন তিনিই আবার রবিবার (২০ এপ্রিল) তাকে তড়িঘড়ি করে নতুন প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব দিলেন। তবে তদন্তের বিষয়টি খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হোসাইন শওকত জানেন না বলে উল্লেখ করেন।
খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব মো. বাবুল হাওলাদার বলেন, খুলনা ওয়াসার সচিব নিজেই ওয়াসায় বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতাদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তা না হলে তিনি নিজে যেখানে তদন্ত কমিটির আহ্বায়ক সেটিকে গোপন রেখে কিভাবে আবারও একটি নতুন প্রকল্পের দায়িত্ব দেওয়া হলো, সেটি অবশ্যই তদন্তের দাবি রাখে। এভাবে একের পর এক দুর্নীতিপরায়ণদের ছাড় দেওয়া হলে দুর্নীতি বেড়েই যাবে। যেটি জুলাই বিপ্লবের বিরুদ্ধের কাজ হবে বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তা ছাড়া যিনি আবেদন দিয়েছেন ওই নামে কেউ আছে বলে মনে হয় না। তার বিরুদ্ধে বঙ্গবন্ধু পরিষদের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টিও অতিরঞ্জিত বলে উল্লেখ করেন। এর সঙ্গে খুলনা ওয়াসার একজন কর্মকর্তার ইন্ধন রয়েছে বলেও তিনি দাবি করেন।