Image description

দেশে এক ধরনের অস্থিরতা চলছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই দেখছেন, পত্রপত্রিকা, টেলিভিশন, টকশো সবকিছুতে কেমন একটা অস্থিরতা চলছে দেশে।’

তিনি বলেন, ‘কতগুলো নির্ধারিত বিষয় আমরা অনির্ধারিত করে ফেলছি। অনিশ্চিত করে ফেলছি।

রবিবার (২০ এপ্রিল) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে বর্তমান রাজনৈতিক অবস্থা তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, আজকে সংস্কার, নির্বাচন এই কথাগুলো অনেক বেশি উচ্চারিত হচ্ছে। এই বিষয়গুলো আমরা মনে করি, সব রাজনৈতিক দল-গোষ্ঠী সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্য্যর সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা।

সংগ্রাম এখনো শেষ হয়নি উল্লেখ্য তিনি বলেন, ‘আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার ও পার্লামেন্ট এখনো পাইনি।

সেজন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।

শনিবার বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘ছুরিকাঘাতে’ নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছাত্রদলকর্মী দাবি করে বিএনপি মহাসচিব বলেন, কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম আমাদের একজন ছাত্রদল কর্মী প্রাইম বিশ্ববিদ্যালয়ের মো. জাহিদুল ইসলাম পারভেজকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না।

তবে এ কথা বলা যায়, যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্রনেতাকে হত্যা করতে পারে তারা নিঃসন্দেহে বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে কোনো মতেই সংযুক্ত ছিল না।

মির্জা ফখরুল বলেন, আমরা ইচ্ছা হচ্ছিল নজরুল ইসলাম খান ভাইকে জিজ্ঞাসা করি এতো সংস্কারের কথা বলা হচ্ছে কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের ৩১ দফার মধ্যে শ্রমজীবী মানুষের কথা আছে। কিন্তু এই সংস্কার কমিশনের মধ্যে এ নিয়ে কী আছে আমি জানি না। কৃষকরা তার পণ্যের ন্যায্যমূল্য পায় না, পানি পায় না যখন পানির প্রয়োজন হয় সেচের জন্য, তাদের (শ্রমিকদের) সমস্যার সমাধান হয় না, শ্রমিকদের সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, স্কুলে গেলেও বই পায় না…সেই কথাগুলো আলোচনা হয় না।

গত ১৫ বছরের আন্দোলন কতজন শ্রমিক আত্মহুতি দিয়েছে, নির্যাতিত হয়েছে তার তালিকা শ্রমিক দলের তৈরি করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব।