Image description

দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভুয়া ডিএসবি পুলিশ সদস্যর পরিচয় দিয়ে ঘুষের টাকা দাবির অভিযোগে মো. ওমর ফারুক (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে স্থানীয়রা।

আজ রবিবার দুপুর ২টার দিকে হাকিমপুর উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ওমর ফারুক দিনাজপুর সদর থানার পাঁচপুল হাজীপাড়া এলাকার আমিন উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আটক ওমর ফারুক আজ দুপুর ১২টার দিকে উপজেলার আলিহাট গাজী আমিনিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে এনটিআরসিএ কতৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশনের তথ্য পাঠানোর কথা বলেন। এসময় তিনি নিজেকে ডিএসবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কাছে টাকা দাবি করেন। পরে তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়।

হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বাগদোড় মাদ্রাসা সুপার মো. মামুনুর রশীদ মুঠোফোনে বলেন, আটক ওমর ফারুক একই দিন তার মাদ্রাসায় গিয়েও এনটিআরসিএ কতৃক সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষক মো. তারেক হোসেনের কাছ থেকে তথ্য পাঠানোর কথা বলে তিন হাজার টাকা নেন। আটকের খবর পেয়ে থানায় এসে জিজ্ঞাসা করলে বিষয়টি স্বীকার করেছে।

বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সুজন মিঞা বলেন, ভুয়া জেলা বিশেষ শাখা (ডিএসবি) পুলিশ সদস্য পরিচয় দিয়ে শিক্ষকদের কাছে টাকা দাবি করায় স্থানীয় জনতা ওমর ফারুক নামে এক ব্যক্তিকে আটক করে। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মামলা দায়ের হবে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।