Image description

বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিলে শেখ হাসিনা শান্তিতে নোবেল পাবেন বলে বুঝিয়েছিলেন মোহাম্মদ সুফিউর রহমান। তিনি খুব শীঘ্রই বেশ গুরুত্বপূর্ণ কোনো পদ পেতে যাচ্ছেন বলে গতকাল শনিবার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি। আজ রবিবার মোহাম্মদ সুফিউর রহমান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন।

ফেসবুক পোস্টে জুলকারনাইন সায়ের লিখেছিলেন, স্বৈরাচারী হাসিনার শাসনামলে এক দশকেরও বেশি সময় ফ্যাসিজমের বিশ্বস্ত ও প্রভাবশালী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সুফিউর রহমান। পুরস্কার হিসেবে ২০২৩ অক্টোবর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত আওয়ামী সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন। 

তিনি আরও লেখেন, সুফিউর সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ অফিসসমূহ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন। এছাড়াও মানবাধিকার কাউন্সিলে জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। 

জুলকারনাইন সায়ের আরও লেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশ্বস্ত মাধ্যমে জানা গেছে, সুফিউর রহমান শেখ হাসিনাকে বোঝাতে সমর্থ হন যে, বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিলে তিনি শান্তিতে নোবেল পেতে পারেন। সম্ভবত খুব শীঘ্রই জানতে পারবেন এই মোহাম্মদ সুফিউর রহমান বেশ গুরুত্বপূর্ণ কোনো পদ পেতে যাচ্ছেন।