
বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, “আপনি একজন ভালো মানুষ। আপনি আমাদের কলিজার টুকরা, গরীবের কলিজার টুকরা। আপনাকে লক্ষ্য রাখতে হবে—বাংলাদেশের ছাত্রদের নিয়ে যেন কেউ রাজনীতি করতে না পারে, লেখাপড়া নষ্ট না করতে পারে।”
কায়কোবাদ বলেছেন, “এদেশের ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক যে আন্দোলন করে আওয়ামী লীগকে আল্লাহর রহমতে এদেশ থেকে বিদায় করেছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। ছাত্ররা আমাদের মাথার তাজ।”
তিনি বলেন, “আজকে যে সমস্ত কয়েকজন নামীদামী ছাত্র সমাজে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করছে, তারা ছাত্র নয়। এখানে যতোগুলো প্রতিষ্ঠান আছে, তাদের মধ্যে কি এইসব ছাত্র আছে যারা এই গণ্ডগোলগুলো করছে? না, সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত। সারা বাংলাদেশের ৯৯.৯৯ ভাগ ছাত্র আমার ভাইয়েরা, আমার কলিজার টুকরারা। তারা যে দায়িত্ব পালন করেছে, সেই দায়িত্ব পালন করে তারা লেখাপড়ায় ব্যস্ত। লেখাপড়ার বাইরে কিছু চিন্তাও করে না, কোনো ভাবনাও নেয় না। তারা লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। তারা এমপি হবে, মন্ত্রী হবে, ব্যবসায়ী হবে, রাষ্ট্রপতি হবে, প্রধানমন্ত্রী হবে। তাদের স্বপ্ন অনেক। তাদের লেখাপড়াকে বিঘ্ন ঘটানো যাবে না।”
তিনি আরও বলেন, “আজকের কিছু ছাত্র আমাদের ছাত্রসমাজকে কলুষিত করতে চায়, লেখাপড়াকে নষ্ট করতে চায়—এটা হতে দেওয়া যাবে না।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/v/1AHVNnzp5a/