
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৭৯টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল) পল্টন মডেল থানার সম্মেলনকক্ষে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও পল্টন থানার সেকেন্ড অফিসার মমিনুর রহমানের উপস্থিতিতে উদ্ধারকৃত ৭৯টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
ডিএমপির উপকমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ জানায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১৫ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ৭৯টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে।
থানা সূত্রে আরো জানা যায়, ইতিপূর্বেও বিভিন্ন সময়ে পল্টন মডেল থানা পুলিশ ১৫০টির অধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো দ্রুততম সময়ে ফিরে পেয়ে মোবাইল ফোন মালিকরা ডিএমপির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।