Image description
 

রাশিয়ার সঙ্গে ইরানের বর্তমান সহযোগিতার স্তর গত ৫০০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন তেহরানের শীর্ষ কূটনীতিক আব্বাস আরাঘচি। তিনি বলে, এটি দুই দেশের মধ্যে কৌশলগত, অর্থনৈতিক এবং 

পুতিনের কাছে লেখা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির চিঠি পৌঁছে দিতে গত বৃহস্পতিবার আরাঘচির মস্কো সফর করেন। সেখানে তিনি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে আলোচনা করেন।

আলোচনা শেষে এক্স-পোস্টে রাশিয়ান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের একটি ভিডিও প্রকাশ করেছেন আরাঘচি। সেখানে তিনি লিখেছেন, রাশিয়ায় ফলপ্রসূ আলোচনা হয়েছে, যেখানে আমি প্রেসিডেন্ট পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতার একটি চিঠি পৌঁছে দিতে গিয়েছিলাম।

তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে ইরান ও রাশিয়া কৌশলগত অংশীদার এবং দুই দেশসহ বিশ্বের কল্যাণের জন্য এবং অভিন্ন স্বার্থ অর্জনের লক্ষ্যে তারা একই সঙ্গে কাজ করে যাবে। আমাদের ৫০০ বছরের পুরনো সম্পর্কের ইতিহাসে আমরা রাশিয়ার সঙ্গে সহযোগিতার শীর্ষে আছি।

এদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্ভাব্য পারমাণবিক চুক্তিতে সহায়তা করতে মস্কো প্রস্তুত, যদি এই ধরনের চুক্তি ইরানের স্বার্থকে সম্মান করে।

তিনি জোর দিয়ে বলেন, আমরা যতদূর দেখতে পাচ্ছি - বস্তুনিষ্ঠ এবং পারস্পরিকভাবে গ্রহণযোগ্য চুক্তি অর্জনের জন্য ইচ্ছুকতাকে স্বাগত জানাই, যার মধ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে চুক্তিগুলো নিয়ে আলোচনা করছে, সেগুলোও অন্তর্ভুক্ত। রাশিয়া অবশ্যই এই  প্রক্রিয়াটি সহজতর করতে প্রস্তুত এবং ইরানের বৈধ স্বার্থ বিবেচনায় নেওয়া চুক্তিগুলোকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে।

ইত্তেফাক