
‘যারা জুলাই আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আজ তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে। যে গুটিকয়েক সদস্য সন্ত্রাসী কার্যক্রম করছেন, আমরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি।’ শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীতে ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক খান তালাত মাহমুদ রাফি।
তিনি আরও বলেন, "যদি কেউ পুরোনো সংস্কৃতি চর্চা করতে চায়, তবে আমরা আবারও জুলাইয়ে ফিরে যাব। আমরা কারও দলের বিরুদ্ধে নই, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ইতিহাস থেকে শিক্ষা নিন, না হলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগের মতো হবে।"
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ। আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ, মুখপাত্র ফাতেমা খানম, দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক জোবাইর হোছেন ও সাইফ উদ্দিন মারুফ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে শুরু হয়ে জামালখান, চেরাগী পাহাড়, জেএমসেন হল হয়ে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর সিটি গেইট এলাকার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজে এক শিক্ষককে প্রবেশে বাধা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।