Image description

চট্টগ্রাম নগরীর চকবাজারে খালে রিকশা পড়ে পানির স্রোতে ভেসে গেছে ছয় মাস বয়সী এক শিশু। শিশুটির মা তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানান স্বজনরা। এ রিপোর্ট লেখার সময় (রাত ৯ টা) পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং সিটি কর্পোরেশনের উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

শিশুটির খালু বলেন, ‘মায়ের সঙ্গে সেহরিস আমার বাসায় বেড়াতে এসেছিল।

কিন্তু  রিকশাটি খালে পড়ে গেলে পানি স্রোতে আমার ভাগিনা ভেসে গেছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১২ মিনিটে তাদের কাছে খবর আসে। এরপর তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে খোঁজা শুরু করে।