
চট্টগ্রাম নগরীর চকবাজারে খালে রিকশা পড়ে পানির স্রোতে ভেসে গেছে ছয় মাস বয়সী এক শিশু। শিশুটির মা তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানান স্বজনরা। এ রিপোর্ট লেখার সময় (রাত ৯ টা) পর্যন্ত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এবং সিটি কর্পোরেশনের উদ্ধারকর্মীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।
শিশুটির খালু বলেন, ‘মায়ের সঙ্গে সেহরিস আমার বাসায় বেড়াতে এসেছিল।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টা ১২ মিনিটে তাদের কাছে খবর আসে। এরপর তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে খোঁজা শুরু করে।