Image description

তৃতীয়দিনের মতো মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে বান্দরবানের ঐতিহাসিক রাজারমাঠের বড় আয়োজন শেষ হয়েছে।

মারমা সম্প্রদায়ের প্রাণের উৎসব সাংগ্রাই উপলক্ষে সপ্তাহব্যাপী আয়োজনে মৈত্রী পানি বর্ষণ ছিল তিনদিনের আনুষ্ঠানিকতা। যেখানে দেশ বিদেশের বহু পর্যটক যোগদেন। অংশ নেন তিন পার্বত্য জেলার প্রতিযোগীও।

এদিকে সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের তিনজন অ্যাম্বসেডর, প্রতিনিধিসহ মৈত্রী পানি বর্ষণে যোগদেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শুক্রবার বিকাল ৫টায় ঐতিহাসিক রাজারমাঠে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অ্যাম্বাসেডর মাইকেল মিলার, ইতালিয়ান অ্যাম্বাসেডর মিঃ আন্তোনিও আলেসান্দ্রো, নেদারল্যন্ডে দূতাবাসের প্রতিনিধি মিঃ আন্দ্রে কার্স্টেন্স, জেলা প্রশাসক শামীম আরা রিনি, সেনা জোন কমান্ডার মাহামুদুল হাসান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানে যোগদেন।

এসময় পার্বত্য উপদেষ্টা বলেন, বাইরে থেকে অনেকে অনেক কিছু বলে তাই পাহাড়ের শান্তির পরিবেশ দেখাতে বিভিন্ন দেশের অ্যাম্বসেডরদের আমন্ত্রণ দেওয়া হয়। তারা ঘুরে আনন্দিত হয়েছেন। তিনি আরো বলেন পাহাড়ে বসবাসরত কেউ ক্ষুদ্র নয়, সবাই মানুষ।

এসময় ইউরিপিয়ান অ্যাম্বাসেডরসহ অন্যান্যদের আমন্ত্রণ জানানোর জন্য সাংগ্রাই উৎযাপন কমিটিসহ পার্বত্য উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান। এসময় তিনি পাহাড়ের রঙিন সাংগ্রাই উৎসবে সম্প্রীতির মেলনমেলার মতো বাংলাদেশের সকল নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।

সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসবের এবারের আয়োজনে লোকজ সংস্কৃতি ও ক্রীড়াসহ নিজ জাতি স্বত্তার ঐতিহ্যকে তুলে ধরা হয় এবারের আয়োজনে।

উল্লেখ্য শহরে বড় আয়োজন শেষ হলেও মাস জুড়ে পানি বর্ষণ চলবে বিভিন্ন এলাকায়।