
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র "পাশ কাটাবে"। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, শান্তি দ্রুত চায় যুক্তরাষ্ট্র, তবে দুই পক্ষ যদি জটিলতা তৈরি করে, তাহলে আলোচনা থেকে সরে আসবে।
এই বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্র আলোচনায় আর সময় নষ্ট করবে না।
এই সময়ে রাশিয়ার হামলায় খারকিভ ও সুমি শহরে দুইজন নিহত ও শতাধিক আহত হয়েছে। ২০২২ সাল থেকে চলমান যুদ্ধের অবসানে মস্কো বেশ কিছু শর্ত দিয়েছে।
ইতালিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে তিনি "আশাবাদী"।
এদিকে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র একটি খনিজ চুক্তির পথে এগোচ্ছে। যদিও ট্রাম্প-জেলেনস্কির ফেব্রুয়ারির এক বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বিষয়টি থমকে ছিল। দুই দেশ ২৬ এপ্রিলের মধ্যে একটি বিনিয়োগ তহবিল গঠনে চুক্তি চূড়ান্ত করতে চায়।
তবে ইউক্রেন নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া যুদ্ধবিরতিতে যেতে নারাজ। মার্কিন কোম্পানির উপস্থিতি রাশিয়াকে নিরুৎসাহিত করবে বলে হোয়াইট হাউজের আশা, যদিও অতীতে সেটা কাজ করেনি।
চূড়ান্ত সিদ্ধান্তে ইউক্রেনের সংসদই শেষ কথা বলবে বলে জানিয়েছেন দেশটির এমপি ইভান্না ক্লিমপুশ-সিনসাদজে।