Image description

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী প্রার্থীর ফলাফল বাতিল চেয়ে নিজেকে বিজয়ী ঘোষণা চেয়ে মামলা করেছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বৃহস্পতিবার বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা করা হয়।

নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বে থাকা বরিশাল সদর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান মামলা গ্রহণ করেছেন। তবে কোনো আদেশ দেননি বলে জানিয়েছেন প্রার্থীর আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির।  

মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৩ সালের ১২ জুনের নির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে প্রধান বিবাদী করা হয়েছে।

অপর বিবাদীরা হলেন-জাকের পার্টির মনোনীত প্রার্থী মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন হাওলাদার, আসাদুজ্জামান, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইকবাল হোসেন তাপস ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান।

মামলার বরাতে আইনজীবী শেখ আব্দুল্লাহ নাসির বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের ২০২৩ সালের ১২ জুনের নির্বাচনে বাদী মুফতি সৈয়দ মুহম্মাদ ফয়জুল করীম ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাতকে ৮৭ হাজার ৮০৮ ভোট দেখিয়ে নির্বাচিত হওয়ার বাহানা করেছে। মুফতি ফয়জুল করীমকে ৩৩ হাজার ৮২৮ ভোট দেখিয়ে পরাজিত করেছে। মামলায় বাদী দাবি করেছেন, ভোটারগণ সঠিকভাবে ভোট দিতে পারলে তিনি (মুফতি ফয়জুল করীম) ব্যাপক ভোটে জয়লাভ করতেন।

এ ঘটনায় ভোটের দিন প্রার্থী নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার কাছে আবেদন করে আবুল খায়ের আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের অনুরোধ করেন। সিটি কর্পোরেশনের বিধিমালা অনুযায়ী নির্বাচন কমিশন নির্বাচিত প্রার্থীতা বাতিল করতে পারে। কিন্তু না করার কারণে মামলা করা হয়েছে। মামলায় তাকে (মুফতি ফয়জুল করীম) নির্বাচিত মর্মে ঘোষণা দেয়াড় দাবি করেছেন।