Image description

কুমিল্লা সদরের আড়াইওরা এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি বিদেশি ছুরি, একটি ম্যাগাজিন ও বেশ কিছু ধারালো অস্ত্র। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে ছিল চেকোস্লোভাকিয়ায় নির্মিত একটি রাইফেল ও একটি বিদেশি শটগান।  

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসমূহ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মুন্নার বাড়ি থেকেই এসব অবৈধ অস্ত্র ও ছুরি জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, ওমর ফারুক মুন্নার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তার এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

সূত্র: https://www.facebook.com/watch