Image description

জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িতদের শনাক্তে ছায়া তদন্ত কমিটি গঠন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এর মাধ্যমে হামলায় জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা প্রকাশ করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কমিটি গঠন করা হচ্ছে। এ কমিটি প্রকাশের লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আইন বিভাগের শিক্ষার্থী রেজওয়ান আহমেদ রিফাতের পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

রেজওয়ান আহমেদ রিফাত বলেন, তদন্ত কমিটি হামলায় জড়িত সবার নাম, ঠিকানা ও পরিচয় খুঁজে বের করতে। সবমিলিয়ে ৫০০ জনের বেশি তালিকায় আসতে পারেন। কাজ শেষ হলে তা প্রকাশ করা হবে। এ লক্ষ্যে আজ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।