Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মৎস্য কর্মকর্তার কার্যালয়ের পিয়ন মাহবুব আলম সুমনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ ঘটনায় বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের পিয়ন অভিযুক্ত মাহবুব আলম সুমন সনমান্দি ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস প্রত্যেক দরিদ্র অসহায়দের নগদ দুই লাখ করে টাকা দেবেন। আর সেই অর্থ পেতে ৬ হাজার টাকা করে ব্যাংকে জমা দেওয়া লাগবে। অভিযুক্তের কথামতো ওই ইউনিয়নের প্রায় শতাধিক মানুষ টাকা দিয়েছেন। তার কথা অনুযায়ী টাকা দেওয়া হলে ভুক্তভোগীদের সান্ত্বনা হিসেবে তাদের মুঠোফোনে একটি করে এসএমএস দেওয়া হতো। তাতে লেখা থাকতো ‘আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা জমা হয়েছে।’ তবে এক পর্যায়ে প্রতারণার বিষয়ে সন্দেহ হলে ভুক্তভোগীরা খোঁজ নিয়ে দেখতে পান ওই ব্যাংকে কারো নামে অ্যাকাউন্টই নেই।

এছাড়া সরকার প্রধানের অনুদানের কথা বলে নগদ টাকা ছাড়াও সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে জনপ্রতি নিয়েছেন দেড় লাখ, দুধ দেওয়া গাভি দেওয়ার আশ্বাস দিয়ে জনপ্রতি পঞ্চাশ হাজার এবং মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, খাদ্য ভাতার মতো নানাবিধ ভাতার জন্যও অভিযুক্ত টাকা আদায় করেছেন।

 

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার জাগো নিউজকে বলেন, আমরাও অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। তাকে শোকজ করা হয়েছে। তদন্ত করে সত্যতা পেলে তাকে বিচারের আওতায় নিয়ে আসবো।

 

 

এ ব্যাপারে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জাগো নিউজকে বলেন, আমার কাছে অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।