
মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় মানিকগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মানিকগঞ্জ থানা ও জেলা গোয়েন্দা বিভাগের একাধিক পুলিশ টিম সাঁড়াশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় বুধবার (১৬ এপ্রিল) রাতে প্রধান উপদেষ্টার পেজে মানিকগঞ্জ জেলা পুলিশের এক বিবৃতি প্রকাশ করা হয়। মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আইন শৃঙ্খলা বাহিনী জানায়, ১৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মানিকগঞ্জ থানাধীন গড়পাড়া ইউনিয়নস্থ ঘোষের বাজারের উত্তর পাশে অবস্থিত মানবেন্দ্র ঘোষের বসতবাড়ির আধাপাকা টিনশেড চৌচালা ঘরের স্টোর রুমে দুষ্কৃতকারীরা আগুন দেয়। এতে স্ট্যান্ডফ্যান, জেনারেটর, মোটরসাইকেল, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় মালামালসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা জানান, তদন্তের মাধ্যমে আগুনের নেপথ্যে সঠিক কারণ নিরূপণের পাশাপাশি পুড়ে যাওয়া বাড়িটি মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।