Image description

রাজধানীর মিরপুরে পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাউনিয়া এলাকায় এক মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে এ ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন বড় ভাই জিহাদ। সেখানে মাঝে মাঝে গিয়ে মোটরসাইকেলে ওঠার বায়না ধরতেন ছোট ভাই আবু বকর।

পরিবার জানায়, এ দিন বড় ভাইকে পাশের দোকানে বিস্কুট আনতে পাঠিয়ে গাড়িতে হাওয়া দেওয়ার মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস প্রবেশ করায় অন্য কর্মচারীরা। ভাই ফিরে এসে দেখেন আবু বকর পেট ফুলে পড়ে আছে মেঝেতে। নাক-মুখ দিয়ে বেরিয়ে আসছে পেটের খাবার, পায়ুপথ দিয়ে বের হচ্ছে রক্ত। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে আবু বকর।

শিশুটির বড় ভাই জিহাদ বলেন, মোটরসাইকেল ওয়ার্কশপের কর্মচারীরা আমার ভাইকে হত্যা করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ প্রসঙ্গে পল্লবী থানার ওসি মো. নজরুল ইসলাম জানান, শিশু মৃত্যুর ঘটনায় তিনজনকে আসামি করে পরিবার মামলা করেছে। অভিযুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।