Image description
 

শিষ্টাচার বহির্ভূত মন্তব্য প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্টভাবে ব্যাখ্যা না করা পর্যন্ত বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা কঠিন—এমনটাই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন।

সময় টেলিভিশনের এক টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, "আমরা যখন দেখি, অনেক রাজনৈতিক নেতারা সংস্কার নিয়ে সরাসরি বলে বসেন ‘সংস্কার বাতিল করে দেব’, তখন সেটিকে কীভাবে গ্রহণ করব—গম্ভীরভাবে, নাকি কেবল রাজনৈতিক বক্তব্য হিসেবে?"

তিনি আরও বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটেই দেখতে হবে। তিনি যেভাবে জুলাইয়ের অভ্যুত্থানের সময় সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং গুম-দমন-পীড়নের পরও দৃঢ় অবস্থানে থেকেছেন, বর্তমান বক্তব্য সেই ধারাবাহিকতারই অংশ।

 

মুশফিক উস সালেহীন মনে করিয়ে দেন, “জুলাই-আগস্ট মাসের সেই সময়টা যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন, তারাই আজও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছেন।”

 

তিনি বলেন, হাসনাত আব্দুল্লাহর বক্তব্যকে বিচ্ছিন্নভাবে না দেখে, একটি দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটের অংশ হিসেবে বোঝা উচিত।