Image description
 

রাজধানীর ডেমরায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রাপথে এক কলেজছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ২২ বছর বয়সী ওই তরুণীর নাম রত্না আক্তার। গত ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের সন্ধ্যায়, স্টাফ কোয়ার্টার ও বড়ভাঙ্গা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডেমরা থানা পুলিশ অভিযুক্ত মো. আব্দুল মতিন (৬০) কে গ্রেপ্তার করে। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মতিন সানারপাড় মদিনা ট্যাকিং এলাকার বাসিন্দা এবং পেশায় বাবুর্চি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রত্না আক্তার সিদ্ধেশ্বরী গার্লস কলেজের মার্কেটিং বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ডেমরার কোনাপাড়া এশিয়াটেক মার্কেটে ‘আয়েশা'স ডে গ্যালারি’ নামে একটি লেডিস পোশাকের দোকান পরিচালনা করেন।

 

গত ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্টাফ কোয়ার্টার মোড় থেকে বড়ভাঙ্গায় নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় ওঠার পর মেয়েটির মুখোমুখি সামনের সিটে বসে থাকা আ. মতিন যাত্রাপথে তাকে যৌন নিপীড়ন করে।

 

ঘটনার পুরো দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে মেয়েটি বাসায় পৌঁছে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুতই ভাইরাল হয়ে যায়। পরে পরিবারের সঙ্গে পরামর্শ করে তিনি ডেমরা থানায় উপস্থিত হয়ে একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, “অটোরিকশায় যৌন নিপীড়নের ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই পুলিশ প্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত মতিনকে গ্রেফতার করে এবং আদালতে পাঠায়।”