Image description

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের ঘোষিত সংস্কার রোডম্যাপের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন সেমিনারে ইউএনডিপি’র প্রতিনিধি, যুক্তরাজ্য, সুইডেন ও ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অংশগ্রহণ করে তাদের একাত্মতা প্রকাশ করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।  

গত মঙ্গলবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মাইকেল মিলার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও বাংলাদেশে প্রতিনিধিদলের প্রধান বলেছেন,  
"আমরা এখানে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করতে এসেছি। এখানে ইউরোপীয় ইউনিয়ন প্রধান বিচারপতির সংস্কার রোডম্যাপকে সমর্থন জানাচ্ছে। আমরা আমাদের অর্থায়নের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করছি, পাশাপাশি ইউরোপীয় বিশেষজ্ঞদের সহায়তা নিয়েও কথা বলছি। আমি বাংলাদেশের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের মুহূর্তে সংস্কার অভিযাত্রায় ইউরোপীয় ইউনিয়নের অবিচল সমর্থন জানাতে চাই। আমরা বাংলাদেশের পাশে থাকব। আমাদের সম্পদ বাংলাদেশের জন্য উন্মুক্ত থাকবে।"  

নিকোলাস উইকস, বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত বলেছেন,  
"সুইডেন গর্বিত ও আনন্দিত যে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে আমরা সমর্থন দিতে পারছি। একটি স্বাধীন বিচার বিভাগ যেকোনো কার্যকর গণতন্ত্রের মৌলিক ভিত্তি। আজ আমি সেমিনারে অংশ নিয়ে দেখেছি—এই অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায়, প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার ব্যবস্থার কার্যকারিতা উন্নয়নে আলোচনা হচ্ছে। সুইডেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা সংক্রান্ত প্রচেষ্টাকে দৃঢ়ভাবে সমর্থন করে।"  

স্টেফান লিলার, বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ,ইউএনডিপি , বলেছেন,  
"আজ  উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সুপ্রিম কোর্ট ও মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে এই রোড শোয়ের ষষ্ঠ পর্যায়ে আমরা এই উচ্চাভিলাষী সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা, সামাজিকীকরণ ও ভাগাভাগি করছি। বিচার বিভাগীয় স্বাধীনতা নিয়ে ইউএনডিপি এক দশকেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টের সাথে প্রযুক্তিগত সহায়তা ও বাস্তবায়নে কাজ করছে। আমরা সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির এই সংস্কার এজেন্ডা বাস্তবায়নে দৃঢ়ভাবে সমর্থন জানাই। সুইডেন ও ইউরোপীয় ইউনিয়নের সাথে একত্রে কাজ করতে পেরেও আমরা বিশেষভাবে আনন্দিত। সুইডেন ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশাপাশি জাতিসংঘ ও বিশেষভাবে ইউএনডিপির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এই কাজে তাদের সমর্থন রোডম্যাপ বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।"