Image description

এবার পবিত্র হজ মওসুমে হজের অনুমতি ছাড়া অথবা অধিবাসীদের মক্কায় প্রবেশের অনুমতি ছাড়া কাউকেই পবিত্র মক্কা শহরে আতিথেয়তা দেয়া যাবে না। এ নির্দেশ ২৯শে এপ্রিল থেকে কার্যকর হচ্ছে। এর অর্থ মক্কা নগরীতে কোনো হোটেলে বা কোনো বাসাবাড়িতে কাউকে অবস্থানের ক্ষেত্রে এই নির্দেশ জারি করা হয়েছে। যাদের হজের অনুমতি নেই অথবা অধিবাসী হিসেবে মক্কায় প্রবেশের অনুমতি নেই- তাদেরকে আশ্রয় দেয়া যাবে না। এ বিষয়ে মক্কার সব সেবাদানকারী প্রতিষ্ঠানে এরই মধ্যে আর্জেন্ট সার্কুলার পাঠিয়েছে সৌদি আরবের পর্যটন বিষয়ক মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, ২৯শে এপ্রিল থেকে এই নির্দেশ মানতে হবে সবাইকে।

এ খবর দিয়েছে অনলাইন গাল্‌ফ নিউজ। ওকাজ পত্রিকাকে উদ্ধৃত করে এতে বলা হয়, হজযাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে এটা করা হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা এই সার্কুলার বা এর বিধি মানতে ব্যর্থ হবেন তাদেরকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। পর্যটন বিষয়ক আইন এবং এর নির্বাহী বিভিন্ন বিধির অধীনে এই ব্যবস্থা নেয়া হবে। ওদিকে পবিত্র ওমরাহ্‌ করার জন্য শেষদিন হিসেবে ২৯শে এপ্রিলকে বেঁধে দিয়েছে সৌদি আরব। এরপরই নিজ নিজ দেশের উদ্দেশ্যে মক্কা ছাড়তে বলা হয়েছে। এ বছরে পবিত্র হজের আনুষ্ঠানিকতা জুনের শুরুতেই শুরু হওয়ার কথা।