Image description

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিশৃঙ্খলা এড়াতে নেয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সেই নিরাপত্তা বলয়েই ধরা পড়ে যায় এক রহস্যজনক ব্যক্তি— সম্পূর্ণ বোরকায় মুখ ঢেকে থাকা এক যুবক, যিনি নারীর ছদ্মবেশে জনসমাগমে প্রবেশের চেষ্টা করছিলেন।

সমাবেশে দায়িত্ব পালনরত সেনাবাহিনীর সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। পরে তার ছদ্মবেশ ফাঁস হয়— তার পরনে ছিল বোরকা, হাতে নারীদের ব্যবহৃত ব্যাগ, মুখে নিকাব। তবে আচরণে অসামঞ্জস্য দেখা দিলে সেনা সদস্যদের সন্দেহ বেড়ে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ওই যুবকের ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা তার বোরকা খুলছেন এবং উপস্থিত জনতা হতবাক হয়ে তাকিয়ে আছে।

‘মার্চ ফর গাজা’ সমাবেশে লক্ষাধিক মানুষের উপস্থিতি এবং আবেগঘন পরিবেশে এমন একটি ঘটনা অনেকের নজর কাড়ে।

তবে এখনো পর্যন্ত যুবকটির পরিচয় ও উদ্দেশ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় নি।