
আড়াইহাজারে উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ের ল্যাপটপ, কম্পিউটারসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি লুট করায় ছেলেকে পুলিশে দিয়েছে তার বাবা।
আটক ছেলে নাম সজিব মিয়া (২২)। শনিবার সদর পৌরসভার কৃষ্ণপুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন।
আটক সজিব কৃষ্ণপুরা এলাকার ইলিয়াস মিয়ার ছেলে। তিনি আড়াইহাজার পৌর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ জানান, উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গরদী এ এম বদরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পাহারাদার সাগর মিয়া গত ৮ মার্চ সেহরি খাওয়ার জন্য বাড়িতে যায়। এই সুযোগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সজিব বিদ্যালয়ে কেচি গেইট ও জানালার রড কেটে ল্যাব রুম এবং অফিস কক্ষে প্রবেশ করে। পরে বিদ্যালয়ের কক্ষে থাকা ১৬টি ল্যাপটপ, একটি ডেক্সটপ কম্পিউটার, ওয়েব ক্যামেরা, রাউটার, সাউন্ড সিস্টেম, ইউপিএস, স্ট্যাবলাইজার, ১২টি মাল্টিফ্লাগ, ক্রিকেট সেট, পিতলের ঘণ্টাসহ মূল্যবান সরঞ্জামাদি লুটে নেয়। পরে তিনি পরদিন আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ লুট হওয়া ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালায়। গত এক মাসেও পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার করতে পারেনি লুট হওয়া কোনো মালামাল।
এদিকে শনিবার আড়াইহাজারের কৃষ্ণপুরার বাসিন্দা ইলিয়াস মিয়া সেনাবাহিনীর ক্যাম্পে এসে জানান যে, তার ছেলের কাছে বিদ্যালয়ের বেশ কয়েকটি ল্যাপটপ রয়েছে।
খবর পেয়ে যৌথবাহিনী একটি টিম তাৎক্ষণিক অভিযান চালিয়ে কৃষ্ণপুরা এলাকা থেকে তার ছেলে সজীব মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ১১টি ল্যাপটপ, দু’টি মনিটর ও সাউন্ড সিস্টেমের সরঞ্জামাদি উদ্ধার করে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, আরো পাঁচটি ল্যাপটপসহ অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি বিষয়ে সজিবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রোববার তাকে নারায়ণগঞ্জ আদালতে নেয়া হবে।