Image description
 

কাপাসিয়ায় নাটক মঞ্চায়নে বাধা দেওয়ার ঘটনা নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

কাপাসিয়ায় নাটকটির মঞ্চায়নে বাধার ঘটনায় প্রকৃত তথ্য তুলে ধরে শনিবার (৫ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে উপদেষ্টা লেখেন, ‘কালকে থেকে অনেক লেখালেখি হলো একটা রিপোর্টকে কেন্দ্র করে। মুসল্লি, ইমাম সবাইকে জড়িয়ে রিপোর্ট বানানো হলো। বলা হলো- আজীবন এখানে নাটক নিষিদ্ধ থাকবে। ডেকোরেটরের লোকজন এসে স্টেজ খুলে নেওয়ার কথা বলা হলো। অথচ কালকে রাতে আয়োজকরাই বললেন, ওই স্টেজ বানানোই হয়নি। এবং তারা পরিষ্কার বলেছেন, স্থানীয় সিনিয়র-জুনিয়রের বিরোধে এটা ঘটেছিল। কোনো মুসল্লি হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। আজীবন নাটক নিষিদ্ধ তো দূর কি বাত। ইমাম স্পষ্ট বললেন, তিনি এ রকম কোনো কথাই বলেননি। বরং তিনি সমাজের বিভিন্ন অংশের সহাবস্থানের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ।’

 

ফারুকীর স্টাটাস

 

সাংবাদিকদের উদ্দেশে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা লেখেন, ‘সাংবাদিক ভাই-বোনদের প্রতি অনুরোধ, সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না। আপনাদের সহযোগিতা দেশের দরকার। আপনাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্যও এটা দরকার।’

বিষয়টি দ্রুততার সঙ্গে সমাধান করে শনিবার নাটকটি মঞ্চস্থ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা ফারুকী লেখেন, ‘যা-ই হোক, স্থানীয় জনগণ, পলিটিক্যাল স্টেকহোল্ডারস, ইউএনও, পুলিশ এবং সবার সহযোগিতায় দ্রুততার সঙ্গে এটা সমাধান হলো। আজকে নাটকটা অভিনীত হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ ছুটি ভুলে কাজ করার জন্য।’