
Sadiqur Rahman Khan( সাদিকুর রহমান খান)
এইখানে উনি দুইটা উদাহরণ আনছেন।
২০১৪ ইলেকশনে সুজাতা শিং আইসা এরশাদকে নির্বাচনে যাওয়ার জন্য চাপ দেন।
কোন স্বাধীন দেশে অন্য দেশের পররাষ্ট্র মন্ত্রী আইসা চাপ দিতে পারে কি না?
আবরার ফাহাদকে মরতে হলো "ভারতের" সমালোচনা করার জন্য, হাসিনার সমালোচনা করার জন্য না।
হাসিনার সমালোচনা করে মরতে হবে যখন হাসিনা ফ্যাসিস্ট।
বাট যখন ভারতের সমালোচনা করার জন্য এই দেশের একটা ছেলেকে মরে যেতে হয়, মানে আপনি স্বাধীন না।
আপনি পরাধীন।
এইজন্যই এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হইতেছে।
আরেকটু এড করি, বুইড়া নেতারা জানেন কি না, ইউনিভার্সিটির হলগুলোতে খেলা দেখার সময় হাসিনার আমলে প্রকাশ্যে পাকিস্তান সাপোর্ট করা যাইতো না।
অথচ খেলাতে যদি আর্জেন্টিনা সাপোর্ট করা যায়, ব্রাজিল করা যায়, ইন্ডিয়া করা যায়, পাকিস্তান কেন করা যাবে না? ইভেন ইংল্যান্ড সাপোর্ট করা যাইতো, পাকিস্তান না।
কেন?
কারণ ভারতের লাঠিয়াল বাহিনী।
আপনি এখন ভারতের বা পাকিস্তানের নামে যা খুশি লিখতে পারবেন। যাকে ইচ্ছা সাপোর্ট করতে পারবেন।
এইখান থেকেই ৫ আগস্ট আমাদের স্বাধীন করে গেছে।