
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরিতে পৌঁছেছেন, যেখানে তিনি এবং হাঙ্গেরীয় সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেছেন। গাজায় যুদ্ধাপরাধের জন্য তার গ্রেফতারির নির্দেশ দিয়েছে আইসিসি।
হাঙ্গেরির প্রতিরক্ষামন্ত্রী কৃস্তফ সজালাই-বোব্রোভনিজকি ফেসবুকে লিখেছেন, “আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বুদাপেস্টে স্বাগতম জানাচ্ছি!” এই পোস্টের সঙ্গে তিনি নেতানিয়াহুকে রেড কার্পেটে অভ্যর্থনা জানিয়ে সামরিক গার্ডের একটি ছবি শেয়ার করেছেন।
প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানের আমন্ত্রণে নেতানিয়াহুর এই সফরকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল "আইসিসিকে দুর্বল করার একটি কুটিল প্রচেষ্টা" বলে সমালোচনা করেছে। হাঙ্গেরি আইসিসির সদস্য দেশ হওয়ার কারণে তাদের আইনি বাধ্যবাধকতা রয়েছে নেতানিয়াহুকে গ্রেফতার করে আদালতের কাছে হস্তান্তর করার।
অ্যামনেস্টির মানবাধিকার বিষয়ক পরিচালক এরিকা গুয়েভারা রোসাস বলেন, “হাঙ্গেরি যদি নেতানিয়াহুকে দেশে প্রবেশ করতে দেয়, তবে তাদের আইনি দায়িত্ব হচ্ছে তাকে গ্রেফতার করে আইসিসির হাতে তুলে দেওয়া।” নেতানিয়াহু বৃহস্পতিবার বুদাপেস্টে পৌঁছানোর পর এই মন্তব্য করা হয়।
প্রসঙ্গত, নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই গাজায় যুদ্ধাপরাধের অভিযোগের মুখে রয়েছেন এবং আইসিসি তার বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাচ্ছে।
সূত্র:আল-জাজিরা