
মিয়ানমারে শুক্রবার জোড়া ভূমিকম্পের আট ঘণ্টারও বেশি সময় পরে হতাহতের সরকারি পরিসংখ্যান আসতে শুরু করেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৪৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৭৩২ জন।
বিবিসি জানিয়েছে, হতাহতের এই পরিসংখ্যান মিয়ানমারের সামরিক নেতা মিন অং হ্লাইংয়ের কাছ থেকে এসেছে। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি জানান, রাজধানী নেপিদোতে ৯৬ জন, সাইগাইংয়ে ১৮ জন এবং মান্দালয়ে ৩০ জন মারা গেছেন।
আহতদের মধ্যে ১৩২ জন নেপিদোতে এবং ৩০০ জন সাগাইংয়ে ছিলেন, অন্যান্য এলাকার সংখ্যা এখনো মূল্যায়ন করা হচ্ছে।
এদিকে থাইল্যান্ডে ভূমিকম্পে বহুতল ভবন ধসে তিনজন মারা গেছেন বলে সর্বশেষ জানা গেছে।
প্রসঙ্গত, স্থানীয় সময় দুপুরে মিয়ানমারের মান্দালয়ে রিখটার স্কেলে প্রথম দফায় ভূমিকম্প হয়। এর ১২ মিনিট পরে হয় আফটার শক। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, জোড়া কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল যথাক্রমে ৭ দশমিক ৭ এবং ৬ দশমিক ৪।
যাযাদি