
বাংলাদেশ এলডিপির চেয়্যারম্যান এবং ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হেসেন সেলিম বলেছেন, যারা প্রথম স্বাধীনতাকে যারা মেনে নিতে পারেনি তারাই দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে। যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে তাদের কিছু কারণ তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমরা ৯০ সালের অভ্যুথানের পরেও দেখেছি কেউ কেউ বলেছে আমরা ৭১ দেখিনি ৯০ দেখেছি।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের মাধ্যমে দেশটি পাকিস্তানের শাসন থেকে মুক্তি পেয়েছিল। মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ মানুষ তাদের জীবন দিয়েছে, এবং দেশের ভেতরে ও বাইরে ব্যাপক সংগ্রাম চলেছিল। তবে স্বাধীনতা অর্জনের পরও রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং সামাজিক বৈষম্যের কারণে অনেকেই স্বাধীনতার প্রকৃত উদ্দেশ্য ও অর্জনকে পূর্ণভাবে স্বীকৃতি দেয়নি বা বাস্তবায়ন করতে পারেনি।
তবে ২০২৪ সালের জুলাই বিপ্লব ছাত্র-জনতার একটি আন্দোলন যা ২০২৪ সালের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেয়ার মধ্য দিয়ে বিগত ১৬ বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছে। এটিকেই আনেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা বলছেন। তবে বিষয়টি নিয়ে বিতর্ক যেন ছাড়ছেই না।