
গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর প্রথম ঈদুল ফিতর উদযাপন হচ্ছে এবার। আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের সমন্বয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের অনেকেই এবার নিজ নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন, সমর্থন কুড়াতে যাবেন জনগণের দোরগোড়ায়। বাকিদের অনেকে ঈদের দিন বা পরপরই যাবেন এলাকায়। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকার নেতারা রাজধানীতে ঈদ করে এলাকায় যাবেন। অন্যান্য বিভাগের নেতাদের বেশিরভাগ এরইমধ্যে এলাকায় চলে গেছেন। নিজেদের অবস্থান শক্তিশালী করতে কাজ করছেন। এনসিপি নেতাদের এবারের ঈদ উদযাপনে নির্বাচনের প্রস্তুতি ও জনসংযোগ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পরিবারের সঙ্গে ঢাকায় ঈদ উদযাপন করবেন। তবে ঈদের আগে-পরে নির্বাচনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন। দলটির সদস্য সচিব আখতার হোসেন ঈদ করবেন নিজ এলাকা রংপুরে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নিজ জেলা পঞ্চগড়ে রয়েছেন, নিজের এলাকায় ঈদ করে ঢাকায় ফিরবেন তিনি। সারজিস নির্বাচনি এলাকার গ্রাম থেকে গ্রামান্তরে ব্যাপক জনসংযোগ করছেন। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহও নিজ জেলা কুমিল্লায় অবস্থান করছেন, সেখানেই ঈদ উদযাপন করবেন। তিনিও নিজ নির্বাচনি এলাকার বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন এবং জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়া উপজেলায় অবস্থান করছেন। তিনি নিজ এলাকায় পথসভায় অংশ নিয়ে হামলার শিকার হয়েছেন। তবে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ঈদ করবেন ঢাকায়, তারপরই নিজ জেলা ভোলায় যাবেন এবং জনসংযোগ করবেন। দলটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ঢাকা থেকে ঈদের পর যাবেন নিজ এলাকা নরসিংদীতে। এলাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে আসছেন তিনি। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ঢাকায় ঈদ করবেন। যুগ্ম মুখ্য সংগঠক এসএম শাহরিয়ার ঈদ করবেন ঢাকার নিজ এলাকায়। দলটির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন ঈদ করবেন নিজ এলাকা নোয়াখালীতে এবং জয়নাল আবেদীন শিশির ঈদ উদযাপন করবেন কুমিল্লায়। যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ ঢাকায়, খান মুহাম্মদ মুরসালীন নিজ এলাকা ঢাকার সূত্রাপুরে, আরিফুর রহমান তুহিন নিজ এলাকা ঝালকাঠির রাজাপুরে ঈদ উদযাপন করবেন।
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার আমার দেশকে বলেন, ঈদ কে কোথায় উদযাপন করবেন, সে ব্যাপারে দলীয় কোনো নির্দেশনা নেই। যে যার মতো করে ঈদ উদযাপন করছেন। তবে অনেকেই নিজ এলাকায় ঈদ করছেন এ বছর।
নাম প্রকাশে অনিচ্ছুক দলটির এক যুগ্ম মুখ্য সমন্বয়ক বলেন, নতুন রাজনৈতিক দলের নতুন নেতাদের নিজ নির্বাচনি এলাকায় পরিচিত হওয়ার বিষয়টি সবাই গুরুত্ব দিচ্ছেন। এ ছাড়া কমিটি গঠনের ক্ষেত্রেও কাজ করছেন তারা।