Image description

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম বাংলাদেশের জনগণের প্রতি উষ্ণ অভিনন্দন জানিয়েছেন এবং একইসাথে দেশটির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন।

প্রফেসর মুহাম্মদ ইউনুসকে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম উল্লেখ করেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার সংরক্ষণ এবং একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনের লক্ষ্যে ড. ইউনুসের দৃঢ় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তার প্রতি মালয়েশিয়ার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

আনোয়ার ইব্রাহীম তার শুভেচ্ছা বার্তায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা “চিত্ত যেথা ভয়শূন্য” থেকে দুটি চরণ উদ্ধৃত করে বাংলাদেশের মানুষের সাহস ও সংকল্পের প্রশংসা করেন। তিনি গভীর আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে এবং উভয় দেশ যৌথভাবে সমৃদ্ধির পথে অগ্রসর হবে।

স্বাধীনতা দিবসের এই বিশেষ মুহূর্তে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন। ড. ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রতি মালয়েশিয়ার এই জোরালো সমর্থন দেশটির আন্তর্জাতিক ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।