Image description

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগকে আবারও রাজপথে দেখা গেলে এদেরকে ধরে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং তাদেরকে পুলিশের হাতে তুলে দিতে হবে।

শনিবার এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, এরা খুনি, এরা বাংলাদেশের মানুষের অধিকার হরণ করেছে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না। অতএব, এই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় আওয়ামী লীগের কোনোভাবেই জায়গা হতে পারে না।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে তারা তো কোনোভাবেই আসতে পারবে না, তার পরেও তাদের বিচার সম্পন্ন হওয়ার পরেই তারা আবার আসতে পারে।

এছাড়াও তিনি জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, যারা গণহত্যা চালিয়েছে, তাদের শাস্তির আওতায় এনে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। তিনি বলেন, এটাই আমাদের প্রতিজ্ঞা, এটাই আমাদের ওয়াদা।