
ফ্যাসিস্টের অন্যতম হাতিয়ার বেক্সিমকোর টাকায় ইফতার মাহফিল করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিরাজগঞ্জ জেলা শাখা। ইফতার মাহফিলের দাওয়াত কার্ড ও ব্যানারে লেখা ছিল,'ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় ড্যাব সিরাজগঞ্জের দোয়া ও ইফতার মাহফিল"।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে আয়োজিত এ ইফতার মাহফিলের স্পন্সর তথা অর্থদাতা ছিল পতিত ফ্যাসিস্ট সরকারের অন্যতম হাতিয়ার সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর নাম। বিষয়টি নজরে আসতেই নানা প্রশ্ন তোলেন অনুষ্ঠানে আগত অতিথিসহ সচেতন মহল।

এ বিষয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের সংগঠন ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এম এ লতিফ বলেন, ইফতার মাহফিল পরিচালনা কমিটির পাঁচজন সদস্য মিলে সম্মত হয়েই আমরা বেক্সিমকোকে স্পন্সর হিসেবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে রাজনৈতিক কোনো বিষয় নেই, বরং কোম্পানির দীর্ঘদিনের সুনাম ও আমাদের সঙ্গে তাদের সম্পর্ক বিবেচনা করেছি।
অন্যদিকে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বেক্সিমকোর স্পন্সরে ড্যাবের ইফতার মাহফিল হয়েছে, এটি আমার জানা ছিল না। তবে যদি বিষয়টি নিশ্চিত হই, তাহলে ওই সংগঠনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ড্যাব সিরাজগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, ড্যাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এম এ লতিফ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. আতিকুল আলম। ইফতার মাহফিলে বিপুল সংখ্যক চিকিৎসক উপস্থিত ছিলেন।