Image description

প্রস্তুতি ভালো হোক বা না হোক—স্কুল-কলেজের পরীক্ষার খাতায় চোখ ধাঁধানো উত্তর লিখে ভালো ফলের আশা থাকে সব শিক্ষার্থীরই। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ছাত্রের পরীক্ষার খাতা ভাইরাল হয়েছে, যা দেখে শুধু শিক্ষক নন, হতভম্ব নেটিজেনরাও। কেউ কেউ বলছেন, ‘একে জাতীয় পুরস্কার দেওয়া হোক। এমন প্রতিভা যেন দেশের বাইরে না যায়।’

পরীক্ষার খাতাটি ছিল অঙ্কের।

খাতার ওপরে নিজের নাম, রোল নম্বর, বিষয় সব ঠিকঠাকই লিখেছেন ওই ছাত্র। প্রশ্নের নম্বরও উল্লেখ করেছেন। কিন্তু উত্তরে যা লিখেছেন, তাতে সবার চক্ষু চড়কগাছ। অঙ্ক না কষে ওই ছাত্র লিখেছেন, ‘আমার উত্তর আসে না, আমার নিউমেরিক্যাল আসে না, আমার সলিউশন আসে না। তাহলে কী চাই? ফ্যান্টা ফ্যান্টা, আমার চাই ফ্যান্টা ফ্যান্টা।’ ইনস্টাগ্রামের এক অ্যাকাউন্ট থেকে উত্তরপত্রের ছবিটি পোস্ট করা হয়েছে। আর তা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই। ৪ লাখের বেশি ভিউ। লাইক, কমেন্ট ও শেয়ারের বন্যা। এক ইউজার লিখেছেন, ‘ওম আর স্বস্তিক চিহ্ন না দিলে উত্তরপত্র অসম্পূর্ণ থেকে যায়।’ আরেকজনের রসিকতা, ‘এই ছাত্র সত্যিই প্রতিভাবান। একে অন্তত একটা ফ্যান্টা স্পনসর করা হোক।’

খাতা দেখে মনে হয়েছে শিক্ষকও কম নয়। পরীক্ষার খাতায় শিক্ষকরা সাধারণত লাল কালি দিয়ে ভুল শুধরে দেন, নম্বর কাটেন। এই খাতায় ‘ফ্যান্টা ফ্যান্টা, আমার চাই ফ্যান্টা ফ্যান্টা’ লেখার ওপর গোল্লা পাকিয়ে লিখে দিয়েছেন, ‘অফিসে দেখা করো’। অফিসে তিনি ওই ছাত্রকে ফ্যান্টা দেবেন, না কি ধমক, তা শুধু তিনিই জানেন।

কেউ কেউ তাকে বিশেষ পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন। বলেছেন, ‘পরীক্ষার খাতায় বিনোদন দেওয়ার জন্য জাতীয় পুরস্কার’। আবার কেউ কেউ বলছেন, এটাই নাকি আসল ‘আউট অব দ্য বক্স’ চিন্তাভাবনা!