
বকেয়া বেতন, ঈদ বোনাস ও ছুটিসহ বিভিন্ন দাবিতে শ্রম ভবন থেকে সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়া পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন পোশাক শ্রমিকও আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।
শাহবাগ থানার ওসি মো. খালিদ মনসুর বলেন, ‘পোশাক শ্রমিকদের একটি মিছিল সচিবালয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।’