Image description
Md. Ala Uddin Abid ( মোঃ আলা উদ্দিন আবিদ)

 
২০১৩ সালের পর এই প্রথমবার নির্ভয়ে বাড়ি ফিরছি ঈদ করতে। দীর্ঘ এক যুগ পর আবার বাবা-মায়ের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পেলাম। অথচ একসময় ভাবতেও পারিনি, কবে শান্তিতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারব।
 
২০১২ সালের সেই অস্থির সময়ের কথা মনে পড়ছে। মিছিল থেকে ফেরার পথে গ্রেফতার হয়েছিলাম। তারপর শুরু হলো এক দীর্ঘ অন্ধকার অধ্যায়—কারাগারে তিনটি ঈদ কেটেছে, মোট চারবার গ্রেফতার হতে হয়েছে, আর মিথ্যা অভিযোগে চারটি মামলা দায়ের করা হয়েছিল, যার মধ্যে দুইটি এখনো চলমান। সময় বদলেছে, ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, কিন্তু আমার মতো অনেক বিরোধী নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলাগুলো আজও বহাল রয়েছে।
 
২০১৭ সালে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ছোট্ট একটি ফেসবুক পোস্ট দিয়েছিলাম—"বাড়ি যাচ্ছি"। কে জানত, এই সামান্য বাক্যই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে! ২৭ রমজান, তারাবির নামাজ শেষে মসজিদের বাইরে থেকেই আমাকে গ্রেফতার করা হলো। পুলিশ জানাল, তারা কয়েকদিন ধরে আমাকে ট্র্যাক করছিল কিন্তু ধরতে পারেনি।
 
শৈশব-কৈশোরেও আমি স্বাভাবিক জীবন পাইনি। দাখিল পরীক্ষার সময় বাড়িতে থাকা ছিল অসম্ভব—প্রতিদিন পরীক্ষা দেওয়ার জন্য আত্মীয়দের বাড়ি বদলাতে হতো। আলিম পরীক্ষাও নিজ এলাকায় দেওয়া সম্ভব হয়নি; ফেনী থেকে মিরসরাই গিয়ে পরীক্ষা দিয়েছি। কত ঈদ কেটেছে ঢাকায়, কত ঈদ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে! যখনই ঈদের জন্য বাড়ি গিয়েছি, ভয় লেগেছে—পুলিশ এসে নিয়ে যাবে না তো?
 
আমার মতো আরও অনেকেই বছরের পর বছর পরিবারের ভালোবাসা থেকে বঞ্চিত থেকেছে। কিন্তু সময় বদলায়, ইতিহাসের চাকা ঘুরে যায়। যারা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছিল, আজ তারা নিজেরাই বিচ্ছিন্ন হয়ে গেছে। কেউ দেশ ছেড়ে পালিয়েছে, কেউ কারাগারে বন্দি। কারণ জালিমদের ওপর আল্লাহর লানত নেমে আসে, আর মজলুমদের ধৈর্যের ফল একদিন মিলবেই।
 
এবার আমি সত্যিকার অর্থেই মুক্ত একজন মানুষ। পরিবার, আত্মীয়-স্বজনের সঙ্গে নির্ভয়ে সময় কাটাতে পারব, প্রাণ খুলে কথা বলতে পারব। এত বছরের যন্ত্রণা শেষে, এটাই হবে আমার জন্য প্রকৃত ঈদের আনন্দ।