
বগুড়ার ধুনট উপজেলায় দুই ফ্রিল্যান্সারকে অপহরণের পর মুক্তিপণ আদায় করে পালানোর সময় গ্রেপ্তার হয় রাজশাহী মেট্রোপলিটন (আরএমপি) ডিবির পাঁচ সদস্য। তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য জানিয়েছেন।
সাময়িক বরখাস্ত হওয়া এই পাঁচ পুলিশ সদস্য হলেন, আরএমপি-এর গোয়েন্দা শাখার (ডিবি) এসআই শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী।
ওসি জানান, 'আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সোমবার (২৪ মার্চ) রাতে তাদের সাময়িক বরখাস্ত করেছেন। এই পাঁচ পুলিশ সদস্য আরএমপি থেকে কোনো অভিযানে আসেননি, কাউকে জানিয়েও আসেননি। তারা নিজের ইচ্ছায় ধুনটে এসেছেন, অপহরণের অভিযোগে গ্রেপ্তারও হয়েছেন, থানায় তাদের নামে মামলা হয়েছে। এ জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, উপজেলার দিঘলকান্দি গ্রামের ফ্রিল্যান্সার রাব্বী (১৯) ও জাহাঙ্গীর আলমকে (২৪) রবিবার (২৩ মার্চ) রাতে অপহরণ করে একই গ্রামের গোয়েন্দা পুলিশ সদস্য ওহাব আলী ও তার দলবল। রাত প্রায় ২টায় অপহরণকারীরা পরিবারের কাছে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিকাশের মাধ্যমে তিন লাখ ৩০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ অবস্থায় সোমবার (২৪ মার্চ) ভোররাত ৪টায় বগুড়া-নাটোর মহাসড়কের শাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোমবার বিকেলে মামলা করেছেন ভুক্তভোগী রাব্বীর বাবা সেলিম সেখ।