Image description

আজ সোমবার (২৪ মার্চ) সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুকে তীব্র ব্যথার কারণে বিকেএসপির পাশে বেগম ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। এবং পরবর্তীতে হার্টে রিং পরানো হয়। 

তামিম ইকবালকে দ্রুত চিকিৎসা প্রদান করতে সক্ষম হওয়ায় প্রশংসা কুড়িয়েছে বেগম ফজিলাতুন্নেছা হাসপাতাল। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও এ ব্যাপারে তার ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আজকে তামিম ইকবালের হার্টে অপারেশন ও রিং পরানো হয়েছে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। নাম ও হাসপাতালের ছবি দেখে মনে হয়েছে, এটা আহামরি গোছের কোনো হাসপাতাল না। আমি ভুলও হতে পারি। তবে আমার এই বিশ্বাসে কোনো ভুল নেই, সংশ্লিষ্ট সবাই মন থেকে চাইলে বাংলাদেশের যেকোনো হাসপাতালে খুব ভালো সেবা দেওয়া সম্ভব।
ভারতে চিকিৎসা ভিসার জটিলতার কারণে সরকার চীনকে বিকল্প হিসেবে ভাবছে। বাংলাদেশের চিকিৎসা সেবার বিকল্প বাংলাদেশই হয়ে উঠুক।’