Image description

সম্প্রতি দেশে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। সংবাদমাধ্যমগুলোতে সেসব খবর প্রকাশিত হয়েছে। ধর্ষণের বিরুদ্ধে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা বিক্ষোভ-প্রতিবাদ ও মিছিল করছেন। এর মধ্যে ময়মনসিংহে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে ভুট্টাখেতে ফেলে রাখা হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে। ভিডিওতে একটি ভুট্টাখেতের মধ্যে একজন তরুণীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তরুণীকে ঘিরে কয়েক ব্যক্তিকে মোবাইল ফোনে ভিডিও করতে দেখা যায়।

Rezaul Kobir Reza’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১৬ মার্চ রাত ৯টা ৩৮ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ময়মনসিংহে ধ’র্ষ’ণের পর হ’ত্যা।’ (বানান অপরিবর্তিত)

আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ২৮ হাজার বার দেখা হয়েছে এবং পোস্টটিতে ১ হাজার ১০০টি রিঅ্যাকশন পড়েছে, ৯৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৯৭ বার। কমেন্টে এটি বাংলাদেশের ঘটনা উল্লেখ করে অনেকে মন্তব্য করেছেন।

M Jashim Uddin নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘বাংলাদেশে কি হচ্ছে আগেই বাংলাদেশ ভালো ছিলো।’ Utsab Mitro লিখেছে, ‘স্বাধীন বাংলাদেশ এটাই।’

 

মো. নুরহোসেন আরিফরুহান আহমেদ ও MD Emon Akon নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি–ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে INDIA TV NEWS Bihar Jharkhand নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে (আর্কাইভ) ছড়িয়ে পড়া ভিডিওর তরুণীকে দেখতে পাওয়া যায়। ভিডিওটি ১৫ মার্চ প্রকাশিত হয়েছিল। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওতে মাটিতে পড়ে থাকা তরুণীর মুখমণ্ডল, হাত-পায়ের অবস্থান, পরনের পোশাক, নাক ও কানের গয়নার সাদৃশ্য পাওয়া যায়।

ময়মনসিংহে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে ভুট্টাখেতে ফেলে রাখা হয়েছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওর সঙ্গে INDIA TV NEWS Bihar Jharkhand নামের ইউটিউব চ্যানেলের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশটময়মনসিংহে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে ভুট্টাখেতে ফেলে রাখা হয়েছে দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওর সঙ্গে INDIA TV NEWS Bihar Jharkhand নামের ইউটিউব চ্যানেলের ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার ডাগরুয়া থানা এলাকার হরখেলি নামের স্থানের একটি ভুট্টাখেত থেকে এই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ অপরাধীদের ধরার চেষ্টা করছে। এলাকাবাসীদের তথ্যমতে, এই তরুণী ১৩ মার্চ সেলাইকাজ শিখতে যাওয়ার পর সেদিন রাত ১১টা থেকে নিখোঁজ হন।

এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে লাইভ হিন্দুস্তান নামের একটি সংবাদমাধ্যমে ১৬ মার্চে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।

প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের বিহারের পূর্ণিয়া জেলার ডাগরুয়া থানার হরখেলি পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডের সোনপুর তোলা টাওয়ারের কাছাকাছি একটি ভুট্টাখেত থেকে রেশমা (১৮) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৮ নম্বর ওয়ার্ডের চাঁদভাটি গ্রামের বাসিন্দা মানাওয়ারের মেয়ে। তরুণীর মরদেহ উদ্ধারের খবরে সেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৩ মার্চ প্রতিদিনের মতো তরুণীটি সেলাইকাজ শিখতে বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে সন্ধ্যা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। সেদিন অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে পাওয়া যায়নি। পরদিন ১৪ মার্চ তরুণীটির লাশ উদ্ধার করা হয়।

একই তথ্য ১৬ মার্চ লাইভ হিন্দুস্তানের একটি ফলোআপ সংবাদ ও ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক ভাষ্করের একটি প্রতিবেদন থেকে একই তথ্য জানা যায়।

দৈনিক ভাষ্করের সংবাদ প্রতিবেদন। ছবি: স্ক্রিনশটদৈনিক ভাষ্করের সংবাদ প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, ১৪ মার্চ ময়মনসিংহ নগরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা।

সুতরাং, ময়মনসিংহে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে ভুট্টাখেতে ফেলে রাখার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিওটি বাংলাদেশের ঘটনা নয়। প্রকৃতপক্ষে সেটি ভারতের বিহার রাজ্যের পূর্ণিয়া জেলার ডাগরুয়া থানার হরখেলি পঞ্চায়েতের ১৪ নম্বর ওয়ার্ডের সোনপুর তোলা টাওয়ারের কাছাকাছি একটি ভুট্টাখেত থেকে এক তরুণীর লাশ উদ্ধারের ভিডিও।