Image description
 

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসি গ্যাবার্ড বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর অন্তর্বর্তীকালীন সরকার একে ‘বিভ্রান্তিকর’ বলে নিন্দা জানিয়েছে। তবে এই ঘটনার জেরে গ্যাবার্ডের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। 

রিউমার স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে, যে এক্স (Twitter) পোস্টটি ছড়ানো হচ্ছে, সেটি তুলসি গ্যাবার্ডের নিজস্ব অ্যাকাউন্ট থেকে করা হয়নি। বরং, "Tulsi For President" নামে একটি ফ্যান অ্যাকাউন্ট এটি পোস্ট করেছে, যা গ্যাবার্ড নিজে পরিচালনা করেন না।

এই অ্যাকাউন্টের পরিচিতি বিভাগে স্পষ্টভাবে লেখা আছে যে এটি একটি "Super fan of Tulsi" অ্যাকাউন্ট। অর্থাৎ এটি গ্যাবার্ডের একজন সমর্থকের তৈরি। কিন্তু এই অ্যাকাউন্টটি নীল ব্যাজযুক্ত থাকায় অনেকেই একে আসল বলে ধরে নিচ্ছেন।

আরেকটি পোস্টে ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, কিছু মোটরসাইকেল আরোহী কালেমাখচিত পতাকা বহন করছে। দাবি করা হচ্ছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় সংগঠিত কোনো মিছিলের ভিডিও।

কিন্তু রিউমার স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে, এই ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি ২০২৪ সালের ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিযবুত তাহ্‌রীরের একটি মিছিলের দৃশ্য। এটি অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় আসার আগের ঘটনা, যা নতুন করে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।