
পঞ্চগড়ের খাদ্য গুদামে এখনো রয়েছে সুবিধাভোগীদের জন্য মজুদকৃত চালের বস্তা। এই বস্তাগুলোতে লেখা ছিল ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। সুবিধা ভোগীরা এমন লেখা সম্বলিত বস্তা থেকে চাল নিতে চান না এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিটি বস্তা থেকে এই স্লোগান মুচ্ছে দেয়া হচ্ছে। সুবিধা ভোগীদের আপত্তির কারণে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গত কয়েকদিন থেকে বিভিন্ন খাদ্যগুদামে কালো কালি দিয়ে শেখ হাসিনার নাম সহ স্লোগান মুছে দেয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলমকে নিজ হাতে এসব চালের বস্তা থেকে শেখ হাসিনার নাম মুছে দিতে দেখা যায়। ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ডিলারদের মাধ্যমে এসব চাল সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে।
জানা যায়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় খাদ্য গুদাম ও চাল বিতরণের সময় পতিত সরকার শেখ হাসিনার নাম সংবলিত স্লোগানে বিভিন্ন চালের বস্তায় নাম দেখা যায়। এই বস্তার কারণে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়। পঞ্চগড়ের কয়েকটি এলাকায় এই বস্তার চাল নিতে অস্বীকৃতি জানান সুবিধাভোগীরা। তারা বলেন খুনির নাম লেখা বস্ত থেকে চাল ভাতের চাল নেয়া ঠিক হবেনা।
ভজনপুর এলাকার আবু হোসেন নামের এক সুবিধাভোগী জানান, হাসিনার নাম লেখা বস্তা থেকে চাল নিলে পাপ হবে। তিনি অনেক মানুষকে খুন গুম করেছেন। আমি ওই বস্তার চাল খেতে চাইনা।
এ বিষয়ে তেঁতুলিয়া উপজেলা খাদ্য পরিদর্শক রুবেল আলম বলেন, সকাল থেকে বস্তার উপরে লেখা শেখ হাসিনার নাম ও স্লোগান মুছে দেওয়ার কাজ চলছে। আমরা ৫ আগস্টের পর থেকে এমন কাজ অব্যাহত রেখেছি৷ তবে শ্রমিক দিয়ে কাজ করাতে গিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয় তাই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কিনা এই সন্দেহ থাকায় আমি ব্যক্তিগত ভাবে নিজেই রং তুলি দিয়ে কাজটি করছি। আমি মনে করছি এটি আমার নৈতিক দায়িত্ব। তিনি বলেন শেখ হাসিনার নাম সম্বলিত বস্তা থেকে চাল নিতে আপত্তি জানাচ্ছেন সুবিধাভোগীরা। তাই এই উদ্যোগ।