
বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ বা ইসরাইল ব্যতীত পুনর্বহালের দাবি ‘খুবই যোক্তিক’ আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদের দেওয়া স্মারকলিপি গ্রহণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন বলে দলটির সহকারী সদস্য সচিব গালীব ইহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টায় সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে গিয়ে তাকে স্মারকলিপি প্রদান করেন দুই সদস্যের প্রতিনিধি জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান মো. আনিসুর রহমান ও বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ।
এরপর দাবির বিষয়ে দুই প্রতিনিধির সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আলোচনা করেন। তিনি জানান, বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি খুবই যোক্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের বিষয়ে ইতিবাচক। তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয় হওয়ায় এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশক্রমে পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল পুনর্বহাল করা হবে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশ থেকে পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি জানিয়ে সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছিল জাতীয় বিপ্লবী পরিষদ। এরপর প্রতি শুক্রবার একই দাবিতে বিক্ষোভ করে দলটি। গত ১৪ মার্চ আল্টিমেটাম শেষ হলে আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এতে বলা হয়, ২০২১ সালে শেখ হাসিনা রেজিম ইসরাইলের সঙ্গে গোপন আঁতাতের অংশ হিসেবে পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ মুছে দেয়। এছাড়া ইসরাইল থেকে প্যাগাসাস নামক আড়িপাতার সফটওয়্যার কিনে বাংলাদেশের জনগণের ওপর নজরদারি করে।
হাসিনা সরকার মোক্ষম সময়ের অপেক্ষায় ছিল উল্লেখ করে স্মারকলিপিতে বলা হয়, যদি জুলাই গণহত্যা করেও টিকতে পারত তাহলে তারা ইসরাইলকে সরাসরি স্বীকৃতি দিয়ে ফেলত। কিন্তু ছাত্র-জনতার প্রতিরোধের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ায় এ ষড়যন্ত্র সফল হয়নি। এখন আমরা চাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গঠিত ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করবে।
স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো- অবিলম্বে বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল; ইসরাইল থেকে অবৈধভাবে কেনা আড়িপাতা সফটওয়্যার ‘পেগাসাস’র ব্যবহার বন্ধ ঘোষণা; গণহত্যাকারী, যুদ্ধাপরাধী ও দখলদার ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্থাপনের চেষ্টা কঠোরভাবে প্রত্যাখ্যান ও ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বাংলাদেশ সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।