Image description
 

রাজশাহীর পুঠিয়ায় ১৫ মাসের শিশুকে ধর্ষণচেষ্টায় ৫৫ বছরের এক বৃদ্ধকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (১৭ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার জিউপাড়া ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আব্দুর রশিদ (৫৫) মধুখালি গ্রামের সইমুদ্দিনের ছেলে। এ ঘটনায় পুঠিয়া থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

 

স্থানীয়রা জানান, সোমবার দুপুর ১টার দিকে অভিযুক্ত রশিদ তার প্রতিবেশীর শিশু কন্যাকে গোপনে তার ফাঁকা বাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টা করে। এ সময় শিশুটি কান্না শুরু করলে স্থানীয়রা গিয়ে বিবস্ত্র অবস্থায় রশিদকে দেখতে পায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে রশিদকে গণধোলাই দেন। এ সময় পুলিশ গিয়ে রশিদকে আটক করে থানায় নিয়ে আসে।

 
 

এ ব্যাপারে পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, শিশুটির বাবা বাদী হয়ে থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন। অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে।